আগরতলা : ২০২৪ সালে মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা মার্চ মাসে শুরু হবে । এবছর মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীড় সংখ্যা কম। কারণ শাধিক স্কুল বিদ্যাজ্যোতি হয়ে যাওয়ায় কমে গেছে পরীক্ষার্থীর সংখ্যা। একই সঙ্গে পরিবর্তন হয়েছে পরীক্ষা সেন্টারও।মঙ্গলবার ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের অফিসে সাংবাদিক সম্মেলন করে পরীক্ষা সূচীর বিস্তারিত জানান সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী ও সচিব দুলাল দে। মাধ্যমিকের পরীক্ষা ২ মার্চ শুরু হয়ে শেষ হবে ২৩ মার্চ। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা ১ মার্চ শুরু হয়ে শেষ হবে ৩০ মার্চ।সভাপতি জানান পরীক্ষার্থী আনুমানিক মাধ্যমিক ও দ্বাদশে যথাক্রমে ৩৮৫৩১ জন ও ২৭৬০৮ জন।মাধ্যমিকে সেন্টার ৬৯ টি,১৪৪ ভেন্যু।উচ্চমাধ্যমিকে সেন্টার ৬০। আর ভেন্যু রয়েছে ৯২।আগামী বছর দ্বাদশ পরীক্ষা দেবে ৪২৩ ও মাধ্যমিক পরীক্ষা দেবে ১০৯৯ টি স্কুল থেকে ছাত্র- ছাত্রীরা।পর্ষদ সভাপতি জানান, বিদ্যাজ্যোতি অনেক স্কুল হওয়ায় পরীক্ষার্থী ২০২৩ সালের তুলনায় কম প্রায় ১০ হাজারের মতো।
মাধ্যমিক আগামী বছরের ২ মার্চ ও উচ্চমাধ্যমিক ১ মার্চ শুরু হবে
133