জনসেবায় আবারও নজির স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা : আগরতলা : সর্বদাই দায়িত্বশীল এবং কর্তব্যপরায়ণ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। রাজ্য পরিচালনায় সর্বোচ্চ পজিশনে থেকে জনসেবার পাশাপাশি নিজের পেশার প্রতিও একইভাবে দায়বদ্ধ তিনি। এমনই দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।

গতকাল একটি অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন একজন শিল্পী।

অনুষ্ঠান মঞ্চ থেকে এই ঘটনা প্রত্যক্ষ করে তৎক্ষণাৎ অসুস্থ ব্যাক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন পেশায় চিকিৎসক মুখ্যমন্ত্রী।

মাত্র কয়েক মিনিটের এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিজের পেশার প্রতি দায়বদ্ধতা, জনসেবা এবং সাধারণ মানুষের প্রতি তাঁর মানবিক মুখ প্রতিফলিত হয়েছে যা উপস্থিত সকলের মন জয় করে এদিন।

কয়েক মাস পূর্বে পথ দুর্ঘটনায় আহত একজন বৃদ্ধা মাকে মুখ্যমন্ত্রী নিজে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছে দেন। ইতিমধ্যেই এমন আরও বেশ কিছু দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি