আগরতলা : বর্জ্য থেকে সম্পদ শীর্ষক সেমিনার আগরতলা স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতন দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে। বুধবার একদিনের এই আলোচনাচক্র হয়।ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে সেমিনারে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজসেবী অসীম ভট্টাচার্য,পুর নিগমের কর্পোরেটর সীমা দেবনাথ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিক সহ অন্যরা। সেখানে প্রশিক্ষণও দেওয়া হয় কিভাবে ব্যবহার অযোগ্য জিনিস দিয়ে ব্যবহার যোগ্য জিনিস তৈরি করা যায়।এদিন মেয়র বলেন, আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের ব্যবহারের ফলে পরিবেশ নষ্ট হয়ে পড়ছে। সরকার এসব বন্ধ করার চেষ্টা করে চলেছে।এদিন বক্তারা বিভিন্ন বিষয় তুলে ধরেন।