জিবি হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য সচিব

আগরতলা : রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিকে যাতে উৎকর্ষ কেন্দ্র হিসেবে তৈরি করা যায় সেই উদ্দেশ্য নিয়েই জিবি পরিদর্শনে গেলেন স্বাস্থ্য সচিব ডঃ সন্দীপ আর রাঠোর।তিনি জানান, সমস্ত পরিষেবা যাতে মানুষ সেখানে পান সেই ব্যবস্থা করা হবে। যাতে বহিঃরাজ্যে চিকিৎসার জন্য লোকজনকে যেতে না হয়।

বৃহস্পতিবার তিনি আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবি হাসপাতাল পরিদর্শনে যান। জিবির বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। পরে আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। সমস্যা কি রয়েছে সেসব বিষয়ে অবগত হন।স্বাস্থ্য সচিবের সঙ্গে এদিন পরিদর্শনে ছিলেন জিবির এম এস সহ অন্যরা।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে