আগরতলা : খেলো ত্রিপুরা প্যারা গেমস এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে শুক্রবার।মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এর সূচনা করবেন। তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৩১ ডিসেম্বর অবধি। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে হবে এই ক্রীড়া আসর। প্রথমবারের মত অভিনব উদ্যোগ যুব বিষয়ক ক্রীড়া ও সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের। বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দ ময়দান পরিদর্শন করেন মন্ত্রী টিংকু রায়। সঙ্গে ছিলেন যুব বিষয়ে ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর অধিকর্তা সহ অন্যরা। মন্ত্রী জানান, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই আসরে যোগ দিতে আসা দিব্যাঙ্গদের প্রয়োজনীয় নথিপত্র তৈরি করে দেওয়ার জন্য সরকারি বিভিন্ন স্টলও থাকবে। বিকশিত ভারত সংকল্প যাত্রার স্টল থাকবে। সম্মাননা জানানো হবে প্রতিভাবান খেলোয়াড়দের। খেলোয়াড়দের পোশাক সহ বিভিন্ন জিনিস দেওয়া হবে।
খেলো ত্রিপুরা প্যারা গেমস-র প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী টিঙ্কু রায়
181