চলে গেলেন না ফেরার দেশে সাত বারের বিধায়ক সুরজিত দত্ত

আগরতলা : রাজ্য রাজনীতিতে আরও এক নক্ষত্র পতন। প্রয়াত হলেন ৭ বারের বিধায়ক বর্ষীয়ান রাজনীতিবিদ, জননেতা সুরজিত দত্ত। বুধবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ৭০ ঊর্ধ্ব সুরজিত দত্ত। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বিভিন্ন মহলে। ১৯৮৮ সাল থেকে একটানা বিধায়ক হয়ে এসেছেন।কংগ্রেসি ঘরানার সুরজিত দত্ত রামনগর বিধানসভা কেন্দ্র থেকে ১৯৮৮,৯৩,৯৮,২০০৩,২০০৮ সালে জয়ী হয়ে বিধানসভায় যান কংগ্রেসের টিকিটে লড়াই করে। ২০১৩ সালে হেরে যান। এর পর বিজেপিতে যোগ দিয়ে ২০১৮ ও ২০২৩ সালে জয়ী হয়ে বিধায়ক হন।এলাকায় খুবই জনপ্রিয় ছিলেন তিনি।

রাজনীতির ঊর্ধ্বে মানুষের পাশে দাঁড়াতেন। যে কেউ সাহায্যে এগিয়ে এলে সাহায্য করতেন। কিডনি সহ বিভিন্ন রোগে আক্রান্ত সাত বারের বিধায়ক সুরজিত দত্ত সম্প্রতি বেশ অসুস্থ ছিলেন। ২৬ ডিসেম্বর উনাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ২৭ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে বুধবার রাতে প্রয়াত হন রামনগরের জনপ্রিয় বিধায়ক সুরজিত দত্ত। তাঁর মৃত্যুর খবর রাজ্যে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক সহ বিভিন্ন মহলে।রাতেই রামনগর বিধায়কের বাসভবনে ভিড় জমান লোকজন। ছুটে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যরা। তারা শোক প্রকাশ করেন বিধায়কের প্রয়াণে।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে