আগরতলা : চারদিনের শিশুর সফল অস্ত্রোপ্রচার। খোয়াই মহকুমার বাশিন্দা রাজীব সাঁওতাল এর তিনদিনের শিশুর সফল ও অপারেশন হয় আগরতলা হাঁফানিয়া স্থিত ডঃ বি আর আম্বেদকর হাঁফানিয়া মেডিকেল কলেজে। জানা যায় জন্মের পর থেকেই শিশুটি কিছু খেলেই বমি করে দিতেন।
তখনই শিশুটিকে খোয়াই হাসপাতাল থেকে পাঠানো হয় আগরতলা আইজিএম হাসপাতালে। সেখানেও ডাক্তাররা দেখে কোন সুরাহা করতে পারেন নি।তাকে পাঠিয়ে দেয় হাঁফানিয়া হাসপাতালে। তখন টি এম সির ডাক্তার অনিরুদ্ধ বসাক এই বাচ্চাটির দেখে এবং তাকে তৎক্ষণাৎ অপারেশন করার পরামর্শ দেন।
বাচ্চাটির জন্ম হওয়ার পর চতুর্থ দিন তাকে অপারেশন করা হয় এবং এখন পর্যন্ত বাচ্চাটি সুস্থ রয়েছেন।খাওয়া-দাওয়া করলে আর কোন সমস্যা হয় না।চিকিৎসক জানান বাচ্চাটি ভিতরের খাদ্যনালীতে অনেকগুলা জায়গা বদ্ধ হয়ে রয়েছিল। তাই তার খাওয়া হজম হচ্ছে না এবং তার কারণেই বমি হচ্ছে। সফল অপারেশন হওয়ায় খুশি পরিবারের লোকজন।