পশ্চিম জেলার ৩৪ জন যুবক নতুন পারমিট পেলেন অটোরিক্সার

আগরতলা : বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করে তুলতে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প নিয়েছে। বিভিন্ন ভাবে সরকার সাহায্য করছে বেকারদের স্ব-নির্ভর করার জন্য। বেকারদের পাশে দাঁড়াচ্ছে পশ্চিম জিলা পরিষদও।শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিম জিলা পরিষদের তরফে জেলার বিভিন্ন বিধানসভা এলাকার ৩৪ জন যুবকের হাতে অটোরিক্সার পারমিট তুলে দেওয়া হয়।জিলা পরিষদের অফিসেই হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিভিন্ন রোডের পারমিট তুলে দেন যুবকদের হাতে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য, চিফ ইন্সপেক্টর মোটর ভ্যাহিকেলস দিবাকর দাস, পরিবহণ আধিকারিক অনুরাধা শর্মা সহ অন্যরা। পারমিট পেয়ে খুশি যুবকরা। আধিকারিকরা এদিন যুবকদের যানবাহন চালানোর বিভিন্ন নিয়মাবলী সম্পর্কেও অবগত করেন।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে