চুরি যাওয়া ৩ বাইক সহ পুলিসের জালে তিন চোর

আগরতলা : রাজধানীতে বাইক চুরির ঘটনায় যুক্ত আন্তঃরাজ্য চোর চক্র। এই চক্রের মূল পাণ্ডা সহ তিনজনকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিস। অন্যদের গ্রেপ্তার করতে তৎপরতা শুরু করেছে পূর্ব আগরতলা থানার পুলিস।শুক্রবার থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ রানা চ্যাটার্জি জানান, কয়েকটি চুরির ঘটনা পুলিসে মামলা দায়ের করা হয়েছিল। পুলিস ঘটনাগুলির তদন্তে নামে সন্ধান পায় একটি চোর চক্রের। পুলিস তোলাকোনা এলাকা থেকে চোর চক্রের মূল পাণ্ডা যার বিরিদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে সেই কুখ্যাত রণজিৎ সরকারকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি মেলাঘর এলাকায়। উদ্ধার হয় একটি মোটর বাইক। এর পর তাঁকে জিজ্ঞাসাবাদ চালিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় মহেশখলা এলাকা থেকে তাঁর সহযোগী আরও দুইজনকে জালে তুলে পুলিস।একই সঙ্গে উদ্ধার করা হয় আরও দুটি চুরি যাওয়া বাইক।শুক্রবার তাদের পুলিস রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়। ওসি আশাবাদী তিনজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে চক্রের অন্য সদস্যদের জালে তুলতে পারবেন। তিনি জানান, বাইক গুলি একটি চক্রের মাধ্যমে বাংলাদেশে পাচার করা হতো।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি