রাজ্যের মহিলাদের স্বশক্তিকরণে বর্তমান সরকার পাশে রয়েছে—মুখ্যমন্ত্রী

আগরতলা : রাজ্যের মহিলাদের স্বশক্তিকরণে বর্তমান সরকার পাশে রয়েছে। মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে সরকারি চাকরিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাখপতি দিদি এবং ড্রোন দিদি কর্মসূচীতে দেশের মহিলাদের স্বশক্তিকরণের যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা পূরণে রাজ্য সরকারও বদ্ধপরিকর। শুক্রবার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ১৮ তম সরস মেলার উদ্বোধন করে একথাগুলি বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ৮ জানুয়ারি পর্যন্ত চলবে স্ব-সহায়ক দল গুলির উৎপাদিত সামগ্রী নিয়ে এই মেলা। এবছর সরস মেলার থিম লাখপতি দিদি ত্রিপুরার অগ্রগতি। ৩৭৭ স্টল রয়েছে মেলায়। এর মধ্যে ত্রিপুরার ৩৬৪ টি স্ব-সহায়ক দলের স্টল রয়েছে। বহিঃরাজ্যের স্টল রয়েছে ৬ টি। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরি দুলাল আচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক মিনা রানী সরকার, জেলার জেলা শাসক সহ অন্যরা। মেলায় উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাখপতি দিদি এবং ড্রোন দিদি কর্মসূচীতে দেশের মহিলাদের স্বশক্তিকরণের যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা পূরণে রাজ্য সরকারও বদ্ধপরিকর।মহিলাদের আরথ-সামাজিক মান উন্নয়নে বর্তমান রাজ্য সরকার কাজ করছে। ইতিমধ্যে রাজ্যে ৫১,৩৬৪ টি স্ব-সহায়ক দল গঠন করা হয়েছে।

Related posts

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন

সমবায় ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দেশকে শক্তিশালী করা সম্ভব হবে: মুখ্যমন্ত্রী