আগরতলা : বার কয়েক চেষ্টা করেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারছেন না ২০২২ সালের টেট উত্তীর্ণরা।মঙ্গলবার ফের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের এসে তাড়া খেলেন টেট উত্তীর্ণরা। গ্রেপ্তার করা হয় দুইজনকে। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা। শিক্ষকের দাবিতে প্রায়শই পড়ুয়া-অভিভাবকরা পথে নেমে আন্দোলন করছেন। অভিযোগ শিক্ষক স্বল্পতা থাকলেও দপ্তর শিক্ষক নিয়োগ করছে না। অথচ যোগ্যতা সম্পন্ন বেকার ছেলে- মেয়ে রাজ্যে রয়েছে। ২০২২ সালের টেট উত্তীর্ণ ৩৬১ জন ছেলে- মেয়ে বসে থাকলেও তাদের নিয়োগ করা হচ্ছে না বলেঅভিযোগ। অনেক দিন ধরে তাড়া আন্দোলন করে আসছেন। চাকরি প্রত্যাশীরা মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বার কয়েক চেষ্টা করেও পারেনি বলে অভিযোগ। তাই একসঙ্গে তাদের নিয়োগের দাবি নিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বাস ভবনের সামনে আসেন চাকরি প্রত্যাশীরা। অভিযোগ পুলিস তাদের সেখান থেকে তাড়িয়ে দেয় এমনকি আন্দোলনকারীদের ফ্ল্যাক্স ছিঁড়ে ফেলে বলে অভিযোগ।আরও অভিযোগ পুলিস দুইজনকে গ্রেপ্তার করেছে। চাকরি প্রত্যাশীরা জানান, শিক্ষক নিয়োগ না করলে শিক্ষার মান উন্নত করা সম্ভব নয়। শুধু স্কুলে পাকা ভবন নির্মাণ করলেই হবে না।
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এসে তাড়া খেলেন টেট উত্তীর্ণরা
153