রঞ্জি খেলতে ত্রিপুরায় এসে নেটে ঘাম ঝরালেন শচীন পুত্র

আগরতলা : রঞ্জি ট্রফি খেলতে ত্রিপুরায় এলেন মাস্টার ব্লাস্টার শচীন রমেশ তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর। বুধবার এমবিবি মাঠে নেট প্র্যাকটিস করেন তিনি।৫ জানুয়ারি ত্রিপুরার সঙ্গে রঞ্জি ট্রফির ম্যাচ রয়েছে গোয়ার। আর গোয়ার হয়ে খেলছেন শচীন পুত্র। ত্রিপুরার সঙ্গে ম্যাচ খেলতে তিনিও আসেন। বুধবার এম বি বি মাঠে দুই দলই নেট প্র্যাকটিস করেন।অন্যদিকে ত্রিপুরার হয়ে প্র্যাকটিস করতে দেখা গেছে অলরাউন্ডার মনি শংকর মুড়াসিং ও বোলার রানা দত্ত সহ অন্যদের কিন্তু ত্রিপুরা রণজিৎ ট্রফি দলের ক্যাপ্টেন ঋদ্ধিমান সাহা কে এদিন প্র্যাকটিস করতে দেখা যায়নি মাঠে। ২০২৩-২৪ এর এই প্রথম ত্রিপুরার ম্যাচ গোয়ার সাথে অনুষ্ঠিত হচ্ছে নিজ গ্রাউন্ডে তবে এখন দেখার বিষয় কি ফলাফল আসে l দর্শকদের আশা ত্রিপুরা ও গোয়ার ম্যাচ বেশ জমজমাট হবে।

Related posts

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন

সমবায় ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দেশকে শক্তিশালী করা সম্ভব হবে: মুখ্যমন্ত্রী