আগরতলা : জ্বলন্ত বেকার সমস্যা সহ বিভিন্ন দাবিতে ফের আন্দোলনে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন। শুক্রবার আগরতলা বটতলায় তারা বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেন। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ভবতোষ সাহা সহ অন্যরা। তাদের দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে শামিল হন কর্মীরা। যুব সংগঠনের দাবির মধ্যে রয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত শুন্যপদ অবিলম্বে পূরণ, কর্মসংস্থানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত বেকারদের উপযুক্ত বেকার ভাতা, অপসংস্কৃতি রোধে সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ, মদ ও মাদক দ্রব্য নিষিদ্ধ ঘোষণা করার। যুব নেতা অভিযোগ করেন সারা দেশের মতো রাজ্যেও বেকার সমস্যা বাড়ছে। স্থায়ী কোন নিয়োগ নেই সরকারি দপ্তর গুলিতে। যা নিয়োগ হচ্ছে চুক্তিবদ্ধ। ফলে হতাশাগ্রস্ত বেকাররা দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে কাজের সন্ধানে পাড়ি জমাচ্ছে। টেট উত্তীর্ণ বেকাররা চাকরির জন্য অফিস-মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধরনা দিলেও সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ। যুব নেতার অভিযোগ নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করে কেন্দ্র ও রাজ্যের সরকার বেকারদের সঙ্গে প্রতারণা করছে।