আগরতলা : গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম সংকীর্তন প্রতিবছর আয়োজন করে থাকে মঠ চৌমুহনী বাজার কমিটি।এবছর ৫ দিনব্যাপী গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম সংকীর্তনকে সামনে রেখে সামাজিক কর্মসূচী হাতে নিয়েছে রাজধানীর মঠ চৌমুহনী বাজার উৎসব কমিটি।ইতি মধ্যে তাদের উৎসব শুরু হয়ে গেছে। রক্তদান শিবিরের মধ্যে দিয়ে উৎসবের সূচনা হয়। উৎসবের মাঝে শনিবার বস্ত্র বিতরণ করা হয়। এদিন বাজারেই হয় এই কর্মসূচী। বড়জলা আপনাঘর বৃদ্ধাশ্রমের আবাসিকদের এনে তাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় এবং অন্নভোগের ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি বনমালীপুর মণ্ডল সভাপতি চন্দ্র শেখর দে, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের প্রাক্তন চেয়ারম্যান সন্তোষ সাহা, বাজার কমিটির সভাপতি, সম্পাদক সহ স্থানীয় কর্পোরেটররা।অতিথিরা বস্ত্র তুকে দেন আবাসিকদের মধ্যে।
আপনাঘর বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যে বস্ত্র বিতরণ
177