সম্মেলনের দ্বিতীয় দিনে আগরতলায় পদযাত্রা প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের

আগরতলা : ৩৫ বছর ধরে লড়াই করে আসা প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের দুই দিনের সম্মেলন শেষ হল রবিবার। শনিবার থেকে শুরু হয়েছিল সংগঠনের নর্থ- ইস্ট রিজনের ৩১ তম সম্মেলন। প্রথম দিন তারা রক্তদান শিবির করে। রবিবার দ্বিতীয় দিনে আগরতলা শহরে উত্তর- পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে আসা প্রতিনিধিরা পদযাত্রা করে। জগন্নাথ বাড়ি রোডে স্টুডেন্ট হেলথ হোমের সামনে থেকে বের হয় পদযাত্রা। শহরের বিভিন্ন পথ ঘুরে। সংগঠনের নেতৃত্ব জানান,সেলস কর্মীদের স্বার্থে লড়াই কর্মসূচী নিয়ে থাকে সংগঠন। তারা সামাজিক কর্মসূচীো নিয়ে থাকে। এদিন সম্মেলন থেকে আগামী দুই বছরের জন্য কমিটি গঠন করা হয় এবং কর্মসূচী নেওয়া হয়।তাদের দাবির মধ্যে রয়েছে সেলস কর্মীদের কাজের ক্ষেত্রে প্রযুক্তি নির্ভর হয়রানি বন্ধ, জনস্বার্থে জীবন দায়ী ওষুধের দাম কমানো, মার্জার, মেগা মার্জারের নামে শ্রমিক ছাঁটাই বন্ধ করার দাবি জানান তারা।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে