আগরতলা : স্বামী বিবেকানন্দ যে স্বপ্ন দেখেছিলেন ভারত আবার জগত সেবায় শ্রেষ্ঠ দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে সেই জায়গায় নিয়ে যাচ্ছেন।শহর দক্ষিনের উত্তর বাধারঘাট স্বামী বিবেকানন্দ ক্লাবের অনুষ্ঠানের সূচনা করে একথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি আরও বলেন, আমাদের কর্তব্য- দায়িত্ব রয়েছে স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনাকে প্রসারিত, সমৃদ্ধ করার।স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মজয়ন্তী উপলক্ষে উত্তর বাধারঘাটস্থিত স্বামী বিবেকানন্দ ক্লাব প্রতিবছরের মতো এবারো সপ্তাহ ব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে। একই সঙ্গে ক্লাবের হীরক জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠানও। রবিবার সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানের সূচনা হয় এদিন। ক্লাব প্রাঙ্গণে বিবেকানন্দের জন্ম জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, নিগমের সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, কর্পোরেটর সম্পা সরকার চৌধুরী, সমাজসেবী সঞ্জয় সাহা,ক্লাব সভাপতি সরযূ চক্রবর্তী, সম্পাদক সহ অন্যরা। ১২ তারিখ পর্যন্ত চলবে অনুষ্ঠান। শেষ দিনে ক্লাব প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের মূর্তির উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। জন্ম জয়ন্তী উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে হবে শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা, নাচ,গান সহ বিভিন্ন কর্মসূচী।
স্বামী বিবেকানন্দ ক্লাবের সপ্তাহ ব্যাপী কর্মসূচীর সূচনা
186
previous post