আগরতলা : অযোধ্যায় তৈরি হয়েছে রাম মন্দির। বহু প্রতীক্ষিত সুদৃশ্য এই রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে ২২ জানুয়ারি।দেশজুড়ে এই অনুষ্ঠানকে সামনে রেখে চলছে প্রস্তুতি। রাম মন্দির উদ্বোধনের বার্তা সর্বত্র পৌঁছে দিতে আগরতলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় রবিবার। এদিন রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে বের শোভাযাত্রা। বিবেকানন্দ বিচার মঞ্চ ও মজদুর মনিটরিং সেলের যৌথ উদ্যোগে এই শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রার সামনে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ দুই সংগঠনের নেতৃত্ব। শোভাযাত্রায় দুই সংগঠনের কর্মীরা অংশ নেন। শহরে বেশ সাড়া ফেলে। শোভাযাত্রায় ছিল ট্যাবলুও। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, রাম মন্দির কোন ধর্মের প্রতিষ্ঠান নয়, রাম মন্দির হচ্ছে রাষ্ট্রের প্রতীক, রাষ্ট্রের মন্দির। এই মন্দির উদ্বোধনে সকলে আনন্দে মাতোয়ারা হবেন। এটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এদিন শাসক দলের শ্রমিক সংগঠনের মিছিলে অংশগ্রহণ কারীদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।