আগরতলা : দীর্ঘবছর ধরে প্রতি মাসের ১ তারিখ বেতন পেয়ে আসছেন। কিন্তু এবারো আগাম না জানিয়েই ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয়নি ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্ল্যান্টেশন কর্পোরেশনের শতাধিক কর্মচারীদের। স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ কর্মচারীরা। জানুয়ারির তিন তারিখ তারা গুর্খাবস্তী নিগমের সামনে বিক্ষোভ দেখান। কিন্তু ৭ তারিখ পেরিয়ে গেলেও টি আর পি সি কর্মচারীদের ভাগ্যে বেতন জুটেনি। বাধ্য হয়ে রবিবার অফিস ছুটির দিনেও প্রতিবাদ সভায় মিলিত হন তারা। এদিন কর্পোরেশনের অফিসে বৈঠক করেন ও অফিসের বাইরে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করেন।এদিন কর্মচারী ও টি আর পি সি কর্মচারী সমিতির ব্যানারে প্রতিবাদ কর্মসূচী থেকে কর্পোরেশনের চেয়ারম্যান পাতাল কন্যা জমাতিয়াকে কড়া হুশিয়ারি দিয়ে জানান, সোমবার চিঠি দিয়ে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হবে। তাদের এই আন্দোলনের সঙ্গে প্রয়োজনে আগামীদিনে আরও বহু মানুষ যুক্ত হবেন। তারা কর্পোরেশনের কতিপয় এক আধিকারিকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। সংগঠনের সাধারণ সম্পাদক ক্ষোভ উগরে বলেন, ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে এম ডি-কে চরম পত্র দেওয়া হবে।প্রতিটি জ্যোনাল স্তরে প্রতিবাদ জানিয়ে রবিবার কেন্দ্রীয় ভাবে প্রতিবাদ সভা করা হয়েছে। যাতে সোমবারে সকলের বেতন দেওয়া হয়। কি কারণে দেওয়া হচ্ছে না এর স্পটীকরণ দেওয়া হয়নি।