আগরতলা : আগামী ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে ঐতিহাসিক রাম মন্দির। এই স্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে প্রায় ৫০০ বছর অপেক্ষা করেছিল ভারতবাসী। রাম মন্দির ভারতবাসীর কাছে একটা আস্থা ও বিশ্বাসের জায়গা। ওইদিনই রাম মন্দির উদ্বোধন ও রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হবে। এজন্য সারা দেশের মানুষ জড়ো হবেন অযোধ্যায়।
রাম মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সোমবার স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। রাম মন্দির উদ্বোধন কর্মসূচিকে সামনে রেখে ১৪ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সমস্ত মন্দির ও তীর্থস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান রেখেছিলেন প্রধানমন্ত্রী। এরই অংশ হিসেবে আগরতলার মেলারমাঠ কালিবাড়ি এলাকায় স্বচ্ছতা অভিযানে সামিল হন মুখ্যমন্ত্রী।
পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে মুখ্যমন্ত্রী ডা: সাহা মকর সংক্রান্তি উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি বলেন, অযোধ্যায় ঐতিহাসিক রাম মন্দির উদ্বোধন কর্মসূচিকে সামনে রেখে প্রধানমন্ত্রীর আহ্বানে গতকাল থেকে রাজ্যের মন্দির ও তীর্থস্থানগুলিতে স্বচ্ছতা অভিযান শুরু হয়েছে। ২২ জানুয়ারিতে অযোধ্যা ধামে প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার পূর্বে সকল মন্দিরকে স্বচ্ছ ও সুন্দর করে তুলতে এই কর্মসূচি করা হচ্ছে। আগামী দিনেও এই কর্মসূচি অব্যাহত থাকবে। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেন ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের নেতৃত্ব।