মন্দির- মসজিদ সাফাইয়ে অংশ নিলেন পুর নিগমের মেয়র

আগরতলা : অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে রাজ্যের সর্বত্র চলছে সাফাই কর্মসূচী। প্রায় ৫০০ বছরের আন্দলনেরর পরে রাম মন্দির উদ্বোধন হতে যাচ্ছে চলতি মাসের ২২ তারিখ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে ত্রিপুরায়ও চলছে মন্দিরে মন্দিরে স্বচ্ছতা কর্মসূচী। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বিভিন্ন মন্দিরে গিয়ে প্রতিদিন সাফাইয়ের কাজে হাত লাগাচ্ছেন। তবে শুক্রবার তিনি শুধু মন্দির নয়, একই সঙ্গে মসজিদেও সাফাই করেন। এদিন রামনগর চার নম্বরের রাম ঠাকুর সেবা মন্দির পাশাপাশি মসজিদে স্বচ্ছ ভারত অভিযান করেন দীপক মজুমদার। মেয়রের সঙ্গে ছিলেন পুর নিগমের মেয়র ইন কর্পোরেটর তুষার ভট্টাচার্য, কর্পোরেটর নিবাস দাস সহ স্থানীয় লোকজন।মন্দির- মসজিদ সাফাইকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে