ককবরক ভাষা দিবসে রাজধানিতে বর্ণাঢ্য শোভাযাত্রা

আগরতলা : রাজ্যের জনসংখ্যার প্রায় ২৫ শতাংশ ককবরক ভাষাভাষীর জনগোষ্ঠী রয়েছে। আগামী দিনে এই ভাষাকে আরো কিভাবে শক্তিশালী করা যায় এবং রাজ্যের অন্যান্য সম্প্রদায়ের সাথে জনজাতিদের কিভাবে সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে লক্ষে রাজ্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।ককবরক ভাষা দিবের অনুষ্ঠানে একথা বললেন অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়।এদিন সকালে প্রথমে বের হয় শোভাযাত্রা। সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংস্থার ছাত্র-ছাত্রীরা চিরাচরিত পোশাকে শোভাযাত্রায় অংশ নেন। রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে এই শোভাযাত্রা। এতে অংশ নেন অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়, বিধায়ক রাম পদ জমাতিয়া সহ অন্যান্যরা। শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ ঘুরে রবীন্দ্রভবনে এসে শেষ হয়। সেখানে হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মন্ত্রী আলোচনা করতে গিয়ে বলেন বর্তমানে রাজ্যে ককবরক ও অন্যান্য সংখ্যালঘু অংশের মানুষের ভাষাকে একটি বিষয় হিসেবে বুনিয়াদি স্তরে ১৬৪০ টি বিদ্যালয়, মাধ্যমিক স্তরে ১১৫ টি বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক স্তরে ৭২ টি বিদ্যালয়ে পড়ানো হয়। এবারের বাজেটে জনজাতিদের কল্যাণের ১৪ টি সাব প্ল্যানে মোট ৫ হাজার ৬০৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া বিশ্ব ব্যাংকের ১৪০০ কোটি টাকার আর্থিক সহায়তায় বর্তমানে জনজাতিদের উন্নয়নে বহুমুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।শুক্রবার রাজধানীর রবীন্দ্র ভবনে ৪৬ তম রাজ্যভিত্তিক ককবরক ভাষা দিবসের অনুষ্ঠানে একথা বললেন অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়। সরকারিভাবে রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি হয় রাজধানীর রবীন্দ্রভবনে।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন