রাজ্যভিত্তিক অ্যাবাকাস প্রতিযোগিতায় চার শতাধিক ছেলে-মেয়ে অংশ নেন

IMG 20240120 110601

আগরতলা : অ্যাবাকাস। শিশুদের মস্তিষ্কের বিকাশের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এর মাধ্যমে শিশুদের মস্তিষ্কের উন্নতি ঘটে ।ছয় থেকে ১৪ বছরের ছেলে মেয়েদের এই প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে ।অবকাশ এর মাধ্যমে মস্তিষ্কের প্রশিক্ষণ দেয়া হলে শিশুদের দক্ষতা বৃদ্ধি পায়। শনিবার রাজ্যভিত্তিক মাস্টারমাইন্ড অ্যাবাকাস প্রতিযোগিতায হয় ।ত্রিপুরার ছেলেমেয়েদের নিয়ে এ প্রতিযোগিতা হয় হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের প্রদর্শনী হলে।

 

এতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা অংশ নেন। রাজ্য স্তরে প্রতিযোগিতায় বিজয়ীদের জাতীয় আসরে অংশ নেওয়ার সুযোগ মিলবে ।জাতীয় আসর থেকে বিজয়ীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। রাজ্যভিত্তিক আসরে সারা রাজ্য থেকে প্রায় চার শতাধিক প্রতিযোগী প্রতিযোগিনী অংশ নিয়েছেন।

Related posts

Govt provides 16,942 jobs since 2018: CM

মন কি বাত এর মাধ্যমে মানুষের সাথে সংযোগ স্থাপন করেন প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সিপিআই-র বিক্ষোভ কর্মসূচী