গীতা রানী দাস স্মৃতি প্রাইজমানি নক-আউট ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী

আগরতলা : সাড়া জাগিয়ে শুরু হল গীতা রানী দাস স্মৃতি প্রাইজমানি নক-আউট ভলিবল প্রতিযোগিতা। শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে দুইদিন ব্যাপী আসরের সূচনা হয়।আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ড এর উদ্যোগে হচ্ছে এই প্রতিযোগিতা। অরুন্ধতীনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত প্রতিযোগিতার সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন খাদি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, বাধারঘাট এলাকার বিধায়িকা মীনা রানি সরকার, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও ৩৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটের অলক রায় সহ অন্যানরা।২ দিন ব্যাপী আসরে সারা রাজ্য থেকে ২১ টি দল অংশগ্রহণ করে। আসরে চ্যাষ্পিয়ন দলকে ট্রফি সহ ৩০ হাজার টাকা ও রানার্স দলকে ট্রফি সহ ২০ হাজার টাকা দেওয়া হবে। পাশাপাশি তৃতীয় স্থান দখলকারী দলকে ১০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সম্প্রতি যোগায় চ্যাম্পিয়ন হয়েছে ত্রিপুরা। ফুটবলেও রাজ্যের ছেলে-মেয়েরা অনূর্ধ্ব-১৭ তে ভালো ফলাফল করেছে জাতীয় আসরে। তিনি বলেন রাজ্য সরকার খেলো ইন্ডিয়ার সাথে সাথে খেলো ত্রিপুরার ব্যবস্থা করেছে।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে