বড়জলায় ৯০ পরিবার বিজেপিতে যোগ দিলেন

আগরতলা : লোকসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধী শিবিরে ভাঙন ধরাচ্ছে গেরুয়া শিবির। বিরোধী দল গুলি ছেড়ে মানুষ শামিল হচ্ছেন পদ্মফুলে। রবিবার বড় ভাঙন বড়জলা বিধানসভা কেন্দ্রে। এদিন রাজধানীর লিচুবাগান মুকুট বিপণী বিতানে হয় যোগদান সভা। সেখানে ৯০ পরিবারের ২৮১ জন ভোটার বিভিন্ন দল ছাড়ার ঘোষণা দেন। তাদের হাতে বিজেপি পতাকা তুলে দেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়াও ছিলেন সহসভাপতি তাপস ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক ডাঃ দিলিপ দাস, স্থানীয় পুর নিগমের কর্পোরেটর সহ মণ্ডল স্তরের নেতৃত্ব। যোগদান সভায় রাজীব বাবু বলেন, সনাতন ধর্মের বিশ্বাসীদের কাছে গৌরবময় দিন ২২ জানুয়ারি। কারণ এদিন রাম লালার পুনঃ প্রতিষ্ঠা হবে জন্ম স্থানে। তাই সকলে যাতে উল্লাসের মধ্য দিয়ে ২২ জানুয়ারি দিনটি অতিবাহিত করেন। তিনি বলেন, মানুষ বুঝতে পেরেছে রাজ্যের উন্নয়ন করতে পারে একমাত্র বিজেপিই।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র