প্যাক্সে খাদ্য গোদাম তৈরির মৌ স্বাক্ষর

আগরতলা : রাজ্যের প্রতিটি জেলায় একটি করে প্যাক্সে গড়ে তোলা হবে খাদ্যশস্য গোদাম।কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রক এই পদক্ষেপ নিয়েছে। সেই মতো রাজ্যেও গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার প্রথম মৌ স্বাক্ষর হয় এনিয়ে। এদিন রাজধানীর গুর্খাবস্তী সমবায় সমূহের নিয়ামকের কার্যালয়ে হয় মৌ স্বাক্ষর। এন বি সি সি, ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড ও ডুকলি ব্লকের আনন্দনগর রামকৃষ্ণ প্যাক্সের মধ্যে হয় এই মৌ। উপস্থিত ছিলেন রাজ্য সমবায় সমিতি সমূহের নিয়ামক সুইথ্রুফো মগ, সমবায় ব্যাঙ্কের এম ডি ভজন রায়, রামকৃষ্ণ প্যাক্সের সভাপতি, এন বি সি সির সি জি এম সহ অন্যরা। এই গোদাম গুলি গড়ে উঠলে খাদ্য শস্য সংরক্ষণ করে রাখার ক্ষেত্রে কোন সমস্যা হবে না আগামী দিনে। এই গোদাম গুলিতে আলাদা আলাদা ভাবে খাদ্যশস্য রাখার ব্যবস্থা থাকবে বলে জানান আধিকারিকরা।

 

Related posts

তিপ্রাসাদের বিভিন্ন দাবির মীমাংসা হতে পারে দুই- তিন মাসের মধ্যে—প্রদ্যোত

উত্তর-পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২ তম প্লেনারি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

২৪ তম রাজ্য সম্মেলন নিয়ে সিপিআইএম প্রস্তুতি সভা