নিজের বাসভবনে প্রদীপ প্রজ্জলন করেন প্রতিমা ভৌমিক

আগরতলা : অবসান হয়েছে সোমবার ৫০০ বছরের। রাম ভব্য মন্দিরে প্রবেশ করেছেন। সমস্ত সমাজের জন্য অদ্ভুত এক পরম আনন্দ। নতুন ভারতবর্ষ নির্মাণ আজ থেকে শুরু হয়েছে। ভারত অনন্তকাল পর্যন্ত বিশ্বকে দিশা দেখাবে। এটাই ভগবান রামের আশীর্বাদ। সোমবার সন্ধ্যায় নিজের বাসভবনে প্রদীপ প্রজ্জলন করে একথা বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি বলেন, সকল মানবজাতির কল্যাণ যাতে হয় এটাই প্রার্থনা।

রাম মন্দির উদ্বোধন উপলক্ষে এদিন সারা দেশের সঙ্গে ত্রিপুরায় ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। অকাল দীপাবলির আনন্দে মাতোয়ারা হন মানুষ। সন্ধ্যায় বাড়ি বাড়ি- মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালানো হয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও নিজের বাসভবনে মাটির প্রদীপ প্রজ্জলন করেন।এদিকে অকাল দীপাবলি উৎসব বনমালীপুর বিধানসভা এলাকায়ও। ভারতীয় জনতা পার্টি বনমালীপুর মন্ডলের উদ্যোগে বিশাল প্রদীপ প্রজ্জলনের ব্যবস্থা করা হয়।অখণ্ড ভারতের মানচিত্র আঁকা হয় মাটির প্রদীপ জ্বালিয়ে।ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে মাটির প্রদীপ প্রজ্জলনের উদ্বোধন করলেন বিজেপি প্রদেশ সভাপতি সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়াও ছিলেন বিজেপি নব্যেন্দু ভট্টাচার্য, মণ্ডল সভাপতি চন্দ্র শেখর দে সহ অন্যরা।

 

Related posts

তিপ্রাসাদের বিভিন্ন দাবির মীমাংসা হতে পারে দুই- তিন মাসের মধ্যে—প্রদ্যোত

উত্তর-পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২ তম প্লেনারি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

২৪ তম রাজ্য সম্মেলন নিয়ে সিপিআইএম প্রস্তুতি সভা