সিপিএম রাজ্য দপ্তর-কৃষকসভা অফিসে জাতীয় পতাকা উত্তোলন

আগরতলা : সিপিএম-র উদ্যোগে ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান হয় শুক্রবার দলের রাজ্য দপ্তর মেলারমাঠ দশরথ দেব স্মৃতি ভবনের সামনে।সেখানে অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। দলীয় পতাকা তুলেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য নেতৃত্ব অঘোর দেববর্মা, মানিক দে, মতিলাল সরকার,রতন ভৌমিক, পবিত্র কর, শ্যামল দে, রতন দাস সহ অন্যরা। প্রজাতন্ত্র দিবসে সংবিধানের প্রস্তাবনা পাঠ করান মানিক সরকার। এর পরে আলোচনা করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমালোচনা করেন আরএসএস, বিজেপির।তিনি অভিযোগ করেন, বিজেপি ধর্মের নামে মানুষকে বিভক্ত করে দেশকে হিন্দু রাষ্ট্র নামে প্রতিপন্ন করতে চাইছে। সংবিধানকে বিভিন্ন ভাবে আক্রমণ করছে। তিনি বলেন, সংবিধান আক্রমণ মানে গণতান্ত্রিক অধিকার আক্রমণ, নাগরিক অধিকার, সার্বভৌমত্ব আক্রমণ। একদলীয় স্বৈর শাসন কায়েম করার দিকে বিজেপিও এগিয়ে চলেছে। এর মধ্যে ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গী লোক্কায়িত আছে। ধর্ম- বরণ সম্প্রদায় নির্বিশেষে এর বিরুদ্ধে দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে না পারে তাহলে গোটা দেশ বিপন্ন হবে। এদিকে এদিন কৃষকসভার রাজ্য দপ্ত্রের ৪ টি সংগঠনের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পাঠ করা হয় সংবিধানের প্রস্তাবনা।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল