139
আগরতলা : দলের হাই কমান্ডের সিদ্ধান্ত নিয়ে শীঘ্রই পুরংথন করা হবে প্রদেশ কংগ্রেসের লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্ট। পাশাপাশি আগামী দিনে বার নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে সংগঠনের মাসিক বৈঠকে। শনিবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈঠক হয় প্রদেশ কংগ্রেস ভবনে। সেখানে ডিপার্টমেন্ট পুনর্গঠনের বিষয়ে জোর দেওয়া হয়েছে। নির্বাচন নিয়েও দলের প্রস্তুতির বিষয়ে কথা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক তথা কংগ্রেসের সর্বভারতীয় কার্যকরী কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মণ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, সংগঠনের প্রাক্তন চেয়ারম্যান দেব রঞ্জন ভট্টাচার্য সহ অন্যরা।