যশোদা হাসপাতালের আগরতলা সেন্টারে প্রতি মাসে ৮ জন সুপার স্পেশালিটি চিকিৎসক আসছেন

আগরতলা : হায়দ্রাবাদের যশোদা হাসপাতালের তরফে শনিবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করা হয়। এতে উপস্থিত ছিলেন হাসপাতালের সার্জিক্যাল গ্যাস অ্যান্ট্রোলজিস্টস, আগরতলা সেন্টারের কর্মকর্তা সহ অন্যরা। সম্প্রতি আগরতলার একজন রোগীর জটিল সমস্যা সমাধান করেছেন সার্জিক্যাল গ্যাস অ্যান্ট্রোলজিস্টস এম মনিষ। কম খরচে তারা পরিষেবা দিয়ে থাকেন।

হায়দ্রাবাদ থেকে চিকিৎসকরা এসে আগরতলা সেন্টারের বহির্বিভাগে প্রতি মাসে রোগী দেখছেন। বিশেষ প্রয়োজন পরলে তাদের হাসপাতালে পাঠানো হচ্ছে। নাহলে এখানেই সুরাহার ব্যবস্থা করা হচ্ছে। প্রতি মাসে ৮ জন সুপার স্পেশালিটি চিকিৎসক আগরতলায় আসছেন। এতে রাজ্যের রোগীরা কম খরচে রোগ সম্পর্কে অবগত হতে পারছেন।গ্যাস অ্যান্ট্রোলজিস্টস এম মনিষ জানান প্রায় ৫ বছর ধরে ত্রিপুরায় আসছেন। চতুর্থ শনিবার তিনি আগরতলায় আসেন।

Related posts

CM directs timely completion of road, drain works in Agartala

৬০ শতাংশ বৈধ গ্রাহক নিয়মিত বিদ্যুৎ বিল দেন না–বিদ্যুৎমন্ত্রী

আগরতলা- সানওয়াল পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন চালু হল রবিবার