চুরি যাওয়ার ১ দিনের মধ্যে উদ্ধার স্কুটি

আগরতলা : জিবি হাসপাতালে চুরির ঘটনা প্রায়শই ঘটে। এবার হাসপাতাল চত্বর থেকে চুরি যাওয়া স্কুটি উদ্ধার করলো জিবি ফাঁড়ির পুলিস। স্কুটি পেয়ে খুশি মালিক। ঘটনাটি ঘটে চলতি মাসের ২৬ তারিখ। রাজধানীর লক্ষীনারায়ণ বাড়ি রোডের বাসিন্দা অভি চক্রবর্তী সেদিন জিবিতে যান এক আত্মীয়কে দেখতে জিবি হাসপাতালে। বাইরে স্কুটি রেখে তিনি যান। অভিযোগ ঘন্টা দুয়েক পর ফিরে এসে দেখতে পান উনার স্কুটিটি নেই। খোঁজাখুঁজি করেই স্কুটি না পেয়ে জিবি ফাঁড়িতে মিসিং ডায়েরি করেন। পুলিস মামলা নিয়ে তদন্তে নামেন। অবশেষে ২৭ তারিখ ৭৯টিলা রাস্তার পাশ থেকে স্কুটিটি উদ্ধার হয়। পুলিস স্কুটির মালিকের হাতে পরবর্তী সময়ে স্কুটি তুলে দেন। তবে ঘটনার সঙ্গে যুক্ত কেউ গ্রেপ্তার নেই।

Related posts

এনসিসির এক ভারত শ্রেষ্ঠ ভারত শিবিরের প্রায় ৫০০ ক্যাডেট অংশ গ্রহণ করে

শিশু শ্রম বন্ধে অভিযানে নেমে রাজধানীতে উদ্ধার দুই কিশোর

রাজধানীতে প্রতিবাদ কর্মসূচী ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের