দূর পাল্লার ট্রেন থেকে উদ্ধার নেশা সামগ্রী, গ্রেপ্তার ৬

আগরতলা : ট্রেনের মাধ্যমে রাজ্য থেকে অবৈধ ভাবে যেমন নেশা সামগ্রী গাঁজা বহিঃরাজ্যে পাচারের চেষ্টা করা হচ্ছে তেমনি প্রায়শই দূর পাল্লার ট্রেন দিয়ে বহিঃ রাজ্য থেকে ত্রিপুরায় নেশা সামগ্রী অবৈধ ভাবে আনা হচ্ছে। অভিযোগ অবৈধ ভাবেও এই পাচার বাণিজ্য যুক্ত থাকছে আন্তঃরাজ্য নেশা কারবারিরা।

জিআর পি আর পি এফের তল্লাশিতে ধরাও পড়ছে পাচারকারী সহ নেশা সামগ্রী। কারণ আগরতলা থেকে যেসব দূরপাল্লার ট্রেন প্রতিনিয়ত যাতায়াত করে এবং রাজ্যে আসে সেগুলিতে তারা যৌথ ভাবে অভিযান প্রতিদিন চালান। মিলে সাফল্যও। রবিবার সকালে গোপন খবরের ভিত্তিতে জিআরপি ও আরপিএফ কমলা সুন্দরী এক্সপ্রেস আগরতলা স্টেশনে আসার পরেই তল্লাশি শুরু করে।৬ জন যুবককে আটক করে তাদের ব্রিফকেস সহ ৮ টি ব্যাগে তল্লাশি করা হয়। এতে উদ্ধার হয় ৯৭০ বোতল নেশা সামগ্রী এসকাফ। ধৃতদের মধ্যে একজনের বাড়ি আগরতলা গোয়ালাবস্তী এলাকায়। অন্যদের বাড়ি বিহারে। তাদের পুলিস রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে বলে জানান জিআরপি ও আরপিএফের আধিকারিকরা। এন ডি পি এস মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে বের করা হবে কারা এর সঙ্গে আরও যুক্ত রয়েছে এবং কোথায় থেকে এগুলি আনা হয়েছে।

গোপন খবরের ভিত্তিতে আজ সকালে আগরতলা রেল স্টেশনে কমলা সুন্দরী এক্সপ্রেস থেকে প্রায় ৯ শতাধিক বোতল ESKUF উদ্ধার করলেন আরপিএফ পুলিশ ৬ জন/ ৯৭০ বোতল ৮ ব্যাগে বাজেয়াপ্ত করা হয়েছে/ গোয়ালাবস্তির একজন বিহার / পুলিস রিমান্ডে আনব কারা যুক্ত আছে দেখা হবে বের করা হবে কোথায় থেকে আনা হয়েছে

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি