আগরতলা : প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় ৩০ জানুয়ারির জাতির জনক মহাত্মা গান্ধীর শহীদান দিবস উদযাপন করা হয়।সরকারি-বেসরকারি উদ্যোগে জাতির জনককে শ্রদ্ধা জানানো হয়। মঙ্গলবার সকালে শহীদান দিবসে জাতির জনককে শ্রদ্ধা জানাও হয় রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন গান্ধীমূর্তিতে। সেখানে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, শিল্প বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যরা। এর প্র রাজ্যপাল সহ অন্যরা যান গান্ধীঘাটে। সেখানেও গান্ধী বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান রাজ্যপাল – মন্ত্রী। এদিন রাজ্যপাল বলেন, দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন মহাত্মা গান্ধী। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে কাজ করতে হবে। গ্রাম থেকে দেশকে মজবুত করার জন্য লোকজন কাজ করে এগিয়ে নিয়ে যাবেন।দেশকে মজবুত করবেন এটাই বিশ্বাস করেন রাজ্যপাল।