রাজধানীতে মিছিল- সভা রাবার উৎপাদক সমিতির

আগরতলা : কর্পোরেটদের হাতের পুতুল মোদি সরকার দেশের রাবার উৎপাদকদের সর্বনাশ করে দিতে চাইছে।কিন্তু রাবার চাষীরা কৃষকসভার নেতৃত্বে তা হতে দেবে না।মঙ্গলবার আগরতলা শহরে মিছিল থেকে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি শুরু হয়ে গেছে।ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতির প্রথম মিছিল ও সমাবেশ সংগঠিত হল এদিন।এই মিছিল শহর পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনিতে এসে এক সভায় মিলিত হয়।সেখানেই সারা ভারত কৃষকসভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর এই মন্তব্য করে বলেন আজকের ভারতে রাবার হচ্ছে সবচেয়ে লাভজনক কাঁচামাল।দেশের কৃষি অর্থনীতি এর মাধ্যমে একটি বিশাল জায়গায় চলে যেতে পারতো।কিন্তু দেশের দশটি কর্পোরেট সংস্থা দেশের সমস্ত পরিবহন সামগ্রী বিশেষ করে টায়ার টিউব সহ সমস্ত রাবার সামগ্রী উৎপাদনের দায়িত্বে। তারা ফুলেফেঁপে বড় হচ্ছেন।তিনি বলেন রাজ্যের উপজাতিদের শুধু জুম নির্ভরতা নয় বিকল্প আয়ের উৎস হিসেবে রাবার চাষের গুরুত্ব বিশেষভাবে উপলব্ধি করেছিল বামফ্রন্ট সরকার।রাবার চাষের সাহায্য উপজাতি ও অউপজাতিরা নিজেদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছিল।সভায় উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক সুদীপ দেবনাথ, সভাপতি শৈলেন্দ্র চন্দ্র নাথ গণমুক্তি পরিষদের সম্পাদক রাধাচরণ দেববর্মা সহ অন্যরা।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি