দাবি আদায়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল ক্ষেত মজুর ইউনিয়নের

আগরতলা : কেন্দ্রীয় সরকার এম জি এন রেগা প্রকল্পে আধার ভিত্তিক মজুরি শ্রমিকদের দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর প্রতিবাদ জানিয়েছে সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়ন। এর প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার গোটা দেশে মিছিল- সভা সংগঠিত করে। ত্রিপুরায় পথে নাম ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন। এদিন আগরতলায় সংগঠনের পশ্চিম জেলা কমিটির তরফে হয় বিক্ষোভ মিছিল। মেলারমাঠ থেকে বের হয় স্লোগান সোচ্চার মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের নেতৃত্বে ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক শ্যামল দে সহ অন্যান্য নেতৃত্ব। শ্যামল দে এদিন বলেন, গোটা দেশে রেগায় জব কার্ড হোল্ডার হচ্ছেন ২৫ কোটি ৩৫ লাখ। তিনি বলেন, কেন্দ্রের পদ্ধতি মতো জব কার্ড হোল্ডারের আধারের সঙ্গে ব্যাঙ্ক লিঙ্ক করার পদ্ধতিতে দেশে প্রায় সাড়ে সাত কোটি জব কার্ড হোল্ডার বাদ পড়েছেন। এর প্রভাবে রাজ্যেও পড়েছে। ত্রিপুরায় জব কার্ড হোল্ডার ৬ লাখ ২৫ হাজারের মতো। তাতে প্রায় ১ লাখ জব কার্ড হোল্ডার বাদ পড়বে। তাই এই প্রতিবাদ কর্মসূচী থেকে দাবি জানানো হয় মজুরি প্রদানে এ বি পি এস পদ্ধতি প্রত্যাহার করার।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী