আগরতলা : আজকের প্রজন্মের কিশোরীদের কাছে অলিম্পিয়ান দীপা কর্মকার ,মহাকাশচারী কল্পনা চাওলা, মেরি কম-রা দৃষ্টান্ত । পুরুষ ও মহিলার সমন্বয় ছাড়া সমাজ এগিয়ে যেতে পারে না। রাজধানীর মহারানী তুলসীবতী দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে কিশোরী শক্তি উৎকর্ষ মঞ্চ বিষয়ক আলোচনা চক্রে একথা বললেন বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায়। সমগ্র শিক্ষা ও পশ্চিম জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ আলোচনা চক্রের আয়োজন করা হয়। দুদিন ব্যাপী পশ্চিম জেলা ভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চের এই সেমিনারের উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, প্রাথমিক শিক্ষা অধিকারের অধিকর্তা শুভাশিস বন্দ্যোপাধ্যায়, অলিম্পিয়ান দীপা কর্মকার, মহারানী তুলসীবতী দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের প্রিন্সিপাল নন্দন সরকার সহ অন্যান্যরা। এদিন সংবর্ধনা দেয়া হয় দীপা কর্মকার,ইন্দ্রানী দে,চন্দ্রানী বিশ্বাস সহ কয়েকজনকে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের নিরিখে পুরস্কৃত করা হয় বিভিন্ন ব্লক থেকে আসা নির্বাচিত ৫০ জন ছাত্রীর মধ্যে কয়েকজনকে। উদ্বোধকের ভাষণে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কিশোরীদের উন্নয়নে আন্তরিক রয়েছেন। কেন্দ্রীয় সরকার কন্যা সন্তানদের লেখাপড়া এবং আর্থসামাজিক মান উন্নয়নে বেটি বাঁচাও বেটি পড়াও, সুকন্যা সমৃদ্ধি যোজনা সহ বিভিন্ন প্রকল্প চালু করেছে।