আগরতলা : মহিলারা নিজেদের ইচ্ছে শক্তিকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের সহায়তায় ত্রিপুরায় প্রায় ৫৭ হাজার স্ব-সহায়ক গোষ্ঠী রয়েছে। ৫-৬ লাখ মহিলা স্ব-নির্ভর গোষ্ঠীর মাধ্যমে উদ্যমী হয়ে নিজেদের মতো করে নিজেরা ঘরে ঘরে স্ব-নির্ভর আর্থিক রূপে নিজেদেরকে স্ব-শক্তিকরণের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টায় কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের মাধ্যমে কম সুদে যে অনুদান প্রদান করেন তা নিয়ে এম এস এম ই উদ্যোগ স্ব- সহায়ক গোষ্ঠী গুলি তৈরি করেছে। বৃহস্পতিবার প্রতাপগড়ে শক্তি বন্ধন কর্মসূচীতে উপস্থিত থেকে এই কথাগুলি বললেন পশ্চিমবঙ্গের বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী।লোকসভা নির্বাচনকে সামনে রেখে স্ব-সহায়ক দল গুলি ও এন জি ও-র মহিলাদের নিয়ে শক্তি বন্ধন কর্মসূচী শুরু হয়েছে দেশে বিজেপির তরফে।রাজ্যের বিভিন্ন জায়গায় এই কর্মসূচী নেওয়া হচ্ছে। সমগ্র পূর্বাঞ্চলে এই কর্মসূচী সফল করার দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী।বৃহস্পতিবার সকালে শক্তি বন্ধন চা পে চর্চা কর্মসূচী হয় প্রতাপগড় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে। প্রচুর মহিলা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার বিধায়িকা ছাড়াও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, প্রতাপগড় মণ্ডল সভাপতি, মহিলা সংগঠনের নেত্রিত্ব সহ অন্যরা।