অর্থমন্ত্রী সকাশে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ

আগরতলা : ঘোষণা মতো এখনও মিলেনি ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক হওয়া শিক্ষার্থীরা মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা প্রকল্পের সুবিধা। ২০১৯ সালে এই যোজনা চালু হলেও এই শিক্ষা বর্ষের স্নাতক হওয়া ছেলে- মেয়েরা বঞ্চিত বলে অভিযোগ। সমস্যা সুরাহার দাবিতে স্নাতক ছেলে- মেয়েদের ঘোষিত ৫ হাজার টাকা স্কলারশিপ দেওয়ার দাবি জানিয়ে আসছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। শনিবার সংগঠনের তরফে এক প্রতিনিধি দল মহাকরণে সাক্ষাৎ করেন অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়ের সঙ্গে। দাবি জানান ২০২২-২৩৩ শিক্ষা বর্ষের কলেজ উত্তীর্ণদের এই স্কিমের আওতায় আনার। সংগঠনের নেতৃত্ব জানান এর আগে সমস্যা নিয়ে তারা উচ্চ শিক্ষা অধিকর্তার কাছে চিঠি দিলেও সমস্যার নিরসন হয়নি।

Related posts

তিপ্রাসাদের বিভিন্ন দাবির মীমাংসা হতে পারে দুই- তিন মাসের মধ্যে—প্রদ্যোত

উত্তর-পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২ তম প্লেনারি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

২৪ তম রাজ্য সম্মেলন নিয়ে সিপিআইএম প্রস্তুতি সভা