আগরতলা : ঘোষণা মতো এখনও মিলেনি ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক হওয়া শিক্ষার্থীরা মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা প্রকল্পের সুবিধা। ২০১৯ সালে এই যোজনা চালু হলেও এই শিক্ষা বর্ষের স্নাতক হওয়া ছেলে- মেয়েরা বঞ্চিত বলে অভিযোগ। সমস্যা সুরাহার দাবিতে স্নাতক ছেলে- মেয়েদের ঘোষিত ৫ হাজার টাকা স্কলারশিপ দেওয়ার দাবি জানিয়ে আসছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। শনিবার সংগঠনের তরফে এক প্রতিনিধি দল মহাকরণে সাক্ষাৎ করেন অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়ের সঙ্গে। দাবি জানান ২০২২-২৩৩ শিক্ষা বর্ষের কলেজ উত্তীর্ণদের এই স্কিমের আওতায় আনার। সংগঠনের নেতৃত্ব জানান এর আগে সমস্যা নিয়ে তারা উচ্চ শিক্ষা অধিকর্তার কাছে চিঠি দিলেও সমস্যার নিরসন হয়নি।