আগরতলা : একবছর অতিক্রান্ত হলেও লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরে ফায়ারম্যান ও ড্রাইভারের।স্বাভাবিক ভাবেই হতাশ চাকরি প্রত্যাশীরা। তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেও নিরাশ হয়ে বাড়ি ফিরছেন। অভিযোগ নিয়োগের বিষয়ের কথা বলতে সাক্ষাতের জন্য এলেও সুযোগ পাচ্ছেন না। উল্টো মুখ্যমন্ত্রীর বাস ভবনের সামনে এলে পুলিস তাদের তাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ।ফায়ার ম্যান ৩০৪ টি ও দ্রাইভাররের ২৫ টি পদের জন্য শারীরিক পরীক্ষার পড়ে ২০২২ সালের ডিসেম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হয়। যারা শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাই লিখিত পরীক্ষায় বসার সুযোগ পান। অভিযোগ এখনও ফল প্রকাশ করে ভাইভা নেওয়া হচ্ছে না। ফলে আদৌ কবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে এনিয়ে ধয়াশায় চাকরি প্রত্যাশী বেকাররা। তাদের আরও অভিযোগ এবিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বার কয়েক দেখা করার জন্য এলেও লাভ হয়নি। সুযোগই পাওয়া যায়নি সাক্ষাতের। ফের রবিবার মুখ্যমন্ত্রীর বাস ভবনের সামনে এসে তারা শূন্যপদে নিয়োগের দাবি জানান। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ করে দেওয়ার পরিবর্তে পুলিস তাড়িয়ে দেন তাদের।
ফায়ারম্যানের লিখিত পরীক্ষার ফল প্রকাশের দাবি
169