আগরতলা : যান দুর্ঘটনার ক্ষেত্রে অধিকাংশি ঘটছে চালকদের অসতর্কতা ও ট্রাফিক নিয়ম না মেনে চলার ফলে। তাই যারা নিয়ম মেনে যানবাহন চালাচ্ছেন তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর প্রয়াস নিল শাসক দলের যুব সংগঠন যুব মোর্চা।ট্রাফিক পুলিসকে সঙ্গে নিয়ে রবিবার আগরতলা পুরনো মোটর স্ট্যান্ড এলাকায় যুব সংগঠনের সদস্যরা যানবাহন চালকদের হাতে ফুল তুলে দেন। তা দেখে যাতে নিয়ম না মেনে রাস্তায় যানবাহন যারা চালান তারা যাতে সচেতন হন এবং সতর্ক ভাবে যানবাহন চালান। এই উদ্দেশ্যে এদিনের কর্মসূচী। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্বও। ১৫ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলছে ৩৫ তম জাতীয় সড়ক সুরক্ষা মাস।যান দুর্ঘটনা রোধে সরকারি ভাবে প্রতিটি জেলায় চলছে কর্মসূচী। যাতে বেড়ে চলা পথ দুর্ঘটনা কিছুটা কমানো যায়।বিজেপি যুব সংগঠনের এ ধরণের প্রয়াস সত্যি প্রশংসনীয়।
যুব মোর্চার সচেতনতা কর্মসূচী আগরতলা শহরে
178
previous post