আগরতলা : রাজ্যের অন্যতম বন্যপ্রাণী অভয়ারন্য সিপাহীজলায় এলো নতুন অতিথি। সোমবার নতুন অতিথিদের স্বাগত জানানো হয়। সিপাহীজলা অভয়ারন্যের অধিকর্তা বিশ্বজিত দাস জানান¸ ২০১৬ সাল থেকেই চিড়িয়াখানায় কোন টাইগার ছিল না। তাই উদ্যোগ নেওয়া হয় রয়্যাল বেঙ্গল টাইগার আনার। সেই মতো পশ্চিম বাংলার নর্থ বেঙ্গল অভয়ারণ্য থেকে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার আনা হয়েছে। তাছাড়া আনা হয়েছে বন্যপ্রাণী অভয়ারন্যে আনা হয়েছে দুটি চিতা বাঘ, চারটি পাহাড়ী ময়না, চারটি সোনালী তিতির, চারটি রুপালি তিতির ও দুটি ভারতীয় ময়ূর। বন্যপ্রাণী সর্বশেষ বিনিময় হয়েছিল ২০১৪ সালে। প্রায় ১০ বছর পরে ফের বিনিময় হয়। অধিকর্তা রাও জানান, ৩০ দিন এগুলিকে কোয়ারেন্টাইনে রাখার পরে লোকজনের দেখার সুযোগ করে দেওয়া হবে। আরও দুই জায়গা থেকে প্রাণী এই চিড়িয়াখানায় আসবে। এর প্রক্রিয়া চলছে। ইতি মধ্যে অনুমোদন পাওয়া গেছে কর্ণাটক থেকে পশু- পাখি বিনিময়ের। আর তিরুপতির সঙ্গে বন্য প্রাণী বিনিময় প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি জানান রাজ্য সরকারের উদ্যোগে সার্বিক ভাবে চেষ্টা চলছে বিভিন্ন পশু- পাখি চিড়িয়াখানায় নিয়ে আসার। তিনি আরও জানান, ত্রিপুরা থেকে দুটি সিংহ, এক জোড়া চশমা বানর সহ বিভিন্ন পশু।
রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিভিন্ন নতুন বন্যপ্রাণী এলো সিপাহীজলায়
190