আগরতলা : রাজধানীর আইন-শৃঙ্খলা ফের প্রশ্নের মুখে। এবার সাহায্যের নামে প্রকাশ্য দিনের আলোতে বাড়ির গেটের ভিতর ঢুকে এক মহিলার গলার হার ছিনতাইয়ের চেষ্টা। ঘটনায় হতবাক রাজধানীর প্রবীণ এক মহিলা থানায় মামলা করতে গিয়েও বেগ পেতে হয়। দেরিতে পাওয়া খবরে জানা গেছে ঘটনাটি ঘটে চলতি মাসের ৬ তারিখ মন্ত্রী বাড়ি রোড এলাকায়। এলাকার বাসিন্দা গৌরি দাস তাঁর ব্যক্তিগত কাজে একটি বাড়ি থেকে বের হয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় এক অটো চালক এসে মহিলাকে সহযোগিতা করার জন্য অটোয় তুলেন।কিন্তু অটো চালকের কু-মতলব বুঝতে পারেন নি মহিলা। বিশ্বাস করে অটো চালকের কথায় উঠে যান। যথারীতি মহিলা সমস্ত কাজ সেরে ফেলার পর এই অটো চালকই বাড়ি পৌঁছে দেওয়ার জন্য মহিলাকে নিয়ে আসেন। অভিযোগ বাড়ির গেটে মহিলা ঢুকতেই অটো চালক বৃদ্ধ মহিলার গলার হার ছিনতাইয়ের চেষ্টা করে। কিন্তু নিতে না পেরে দৌড়ে পালিয়ে যায়।মহিলা হতভম্ব হয়ে যান। অভিযোগ ঘটনা জানিয়ে মহিলা পশ্চিম মহিলা থান্য লিখিত অভিযোগ জানাতে গেলে প্রথমে রাখেনি পুলিস। পরে আবার লিখিত ভাবে জমা দিলে পুলিস মামলা নেয়। শহরে এভাবে বাড়ির গেটে ঢুকে হাই ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।