বাজেটের সমালোচনায় বিরোধী দলনেতা

আগরতলা : বিধানসভায় অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়ের পেশ করা বাজেটের কড়া সমালোচনা করলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা।-শুক্রবার বিধানসভায় চলতি অর্থবর্ষের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়। রবিবার বিধানসভায় বিরোধী দলনেতার অফিসে সাংবাদিক সম্মেলন করেন অনিমেষ দেববর্মা। বিরোধী দলনেতা বলেন, অর্থমন্ত্রী বাজেটে ১৭৭ টি পয়েন্ট রেখেছেন। তিনি মন্তব্য করেন যা কাজ হয়ে গেছে তাঁর বেশিরভাগ কথা রয়েছে এই বাজেটে। যে ঘাটতি দেখানো হয়েছে তা কোথায় থেকে আসবে? প্রশ্ন অনিমেষ বাবুর। করা হবের কথা খুব কম রয়েছে বাজেটে। এর আগের বাজেটে যা যা করার কথা বলেছে তার ১০০ শতাংশ কাজ করেনি বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা। আগের বাজেটে এ ডি সিকে প্রায় ২০ শতাংশ টাকা রাজ্য সরকার কম দিয়েছে। তিনি বাজেটের সমালোচনা করেন। ত্রিপুরায় আরও সম্পদ তৈরি করা যাবে এমন বাজেট তৈরি করার বিষয়ে আশা ব্যক্ত করেন। বিরোধী দলনেতা মন্তব্য করেন,অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায় ডাবল ইঞ্জিনের সরকারের সময়েও ঘাটতি বাজেট পেশ করলেন।

 

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে