আগরতলা : স্ত্রী হন্তারক গৌতম চক্রবর্তীকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করেছিলেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের ৫ নম্বর কোর্টের বিচারক। বুধবার দোষী সাব্যস্ত ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড-র ঘোষণা দেন বিচারক। সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসেরর কারাবাসের নির্দেশ দেন। একথা জানান সরকারি আইনজীবী অরবিন্দ দেব। তিনি এদিন জানান, এডিনগর থানা এলাকায় ২০২০ সালের ৮ মে রাতের বেলা। অভিযোগ গৌতম চক্রবর্তী দা দিয়ে অনিমা চক্রবর্তীকে কুপিয়ে হত্যা করে। ঘটনার পরে অভিযুক্ত পালিয়ে যায়। পরের দিন ছেলে বাড়িতে এসে মাকে মৃত অবস্থায় পান। ছেলে থানায় মামলা করার পরে পুল্কিস অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করে। আদালতে চার্জশীত জমা করে পুলিস। ১৮ জন সাক্ষ্য দেন আদালতে। অবশেষে মঙ্গলবার ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক অভিযুক্ত গৌতম চক্রবর্তীকে দোষী সাব্যস্ত করেন। বুধবার রায় ঘোষণা করেন। আদালতের রাত্যে খুশি অনিমা চক্রবর্তীর ছেলে ও পরিজনেরা।