ফের হাঁপানিয়া টি এম সিতে শিশুর সফল জটিল অপারেশন

IMG 20240207 124323

আগরতলা : ফের হাঁপানিয়া টি এম সিতে শিশুর সফল জটিল অপারেশন। বর্তমানে সুস্থ আছে শিশুটি। খুশি শিশুর মা-বাবা। জানা গেছে জন্মের পর থেকে নাড়ি ছিল না শিশুটির। ফলে জন্মের ১২ ঘণ্টা পরেই সবুজ বমি করা শুরু করে শিশুটি দুধ পান করলেই। এমনকি মায়ের দুধও পান করতে পারতো না অমর কলি ত্রিপুরা নামে শিশুটি। জানা গেছে লংতরাইভ্যালির বাসিন্দা ব্রজ লাল ত্রিপুরার স্ত্রী ধলাই জেলা হাসপাতালে চলতি বছরের ১০ জানুয়ারি একটি সন্তানের জন্ম দেন। এর পর থেকেই শিশুটির এই সমস্যা দেখা দেয়।জেলা হাসপাতালের শিশু চিকিৎসক পরীক্ষা করে সুরাহা করতে না পেরে টি এম সিতে রেফার করে দেন। সেখানে আসার পরে পরীক্ষা নিরীক্ষা করা হয় শিশুটির।দেখা গেছে নাড়ি জন্মগত ভাবে না থাকার ফলে এই সমস্যা হচ্ছে। দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। জন্মের ৮ দিনের মাথায় টি এম সির শিশু চিকিৎসক ডাঃ অনিন্দ বসাক সহ পুরো টিম প্রায় দুই ঘণ্টা সময় ধরে সফল জটিল অপারেশন সম্পন্ন করেন। বর্তমানে সুস্থ আছে শিশুটি। স্বাভাবিক ভাবেই দুধ পান করছে। টি এম সিতে শিশুর সফল অপারেশন হওয়ায় খুশি মা-বাবা। এদিকে চিকিৎসক জানান এমন অপারেশন আগেও হয়েছে। টি এম সিতে পরিকাঠামো অনেক উন্নত।সহসাই এই শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

Related posts

Lease signed with IHCL to open five-Star heritage hotel at Pushpabanta Palace: CM

পর্যটন দপ্তর ও আইএইচসিএল-র মধ্যে পুষ্পবন্ত প্যালেসে বিলাসবহুল হোটেল নির্মাণের মৌ স্বাক্ষর হয়

অস্থায়ী খাবার বিক্রেতাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও খাদ্য নিরাপত্তা শিবির