আগরতলা : ফের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অবস্থান স্পষ্ট করলেন সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী। তিনি জানান, যতক্ষণ পর্যন্ত সি বি এস সি থেকে কোন সিদ্ধান্ত না আসে ততক্ষণ পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদে ককবরক বিষয়ে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রথম থেকে যে ব্যবস্থা চালু আছে সেটাই থাকবে।মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষায় ককবরক ভাষার লিপি নিয়ে জট ও জটিলতার সৃষ্টি হয়েছে। এনিয়ে বিভিন্ন জনজাতি ছাত্র সংগঠন আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা দাবি জানাচ্ছেন রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষার পরীক্ষা দেওয়ার। কিন্তু ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে বাংলা হরফে পরীক্ষা দিতে হবে। কারণ পরিকাঠামো সমস্যা রয়েছে। তাছাড়া রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর এনিয়ে সি বি এস ই-তে চিঠি দিয়েছে। কিন্তু সি বি এস ই কর্তৃপক্ষ এখনও কোন সিদ্ধান্তের কথা জানায়নি বলে জানান পর্ষদ সভাপতি। তাই তিনি জানান, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ক্ষমতা নেই কোন সিদ্ধান্ত নেওয়ার।