অগ্নি প্রতিরোধী যন্ত্র পরিচালনা নিয়ে প্রশিক্ষণ শিবির

আগরতলা : অগ্নিকাণ্ডের হাত থেকে সকলকে সব সময় সতর্ক ও সচেতন থাকতে হবে। অগ্নিকাণ্ড জীবন ও সম্পত্তির ব্যাপক ক্ষতি করে। সরু রাস্তা হওয়ার পরেও আগুন লাগার খবর পাওয়া মাত্র ছুটে যাওয়া দমকল কর্মীকে সহযোগিতা করতে হবে মানুষ যাতে তাদের সহযোগিতা করেন। বৃহস্পতিবার আগরতলা টাউন হলে হয় বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত এক প্রশিক্ষণ শিবিরে একথা বললেন পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার। রাজ্য স্তরে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এদিন প্রশিক্ষণ শিবির হয়। অগ্নি সুরক্ষা নিরীক্ষণ ও অগ্নি প্রতিরোধী যন্ত্র পরিচালনা নিয়ে হয় প্রশিক্ষণ শিবির। পশ্চিম জেলা প্রাকৃতিক বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফে হয় শিবিরটি। এতে অংশ নেন আপদা মিত্র, টি এস আর, দমকল কর্মী, তহশিলদার, ইঞ্জিনিয়ার,কৃতিক ব্যবস্থাপনার নোডাল অফিসার,পুলিস, বিট আধিকারিক সহ অন্যরা। প্রশিক্ষণ শিবিরে আলোচনা করেন পশ্চিম জেলার জেলা শাসক বিশাল কুমার,অতিরিক্ত জেলা শাসক সুভাষ চন্দ্র সাহা, বিপর্যয় ব্যবস্থাপনা রাজ্য প্রকল্প আধিকারিক শরত কুমার দাস সহ অন্যরা। শিবিরে উপ্সথাপন করা হয় আগুন লাগলে প্রতিরোধের ব্যবস্থাপনা নিয়ে। আলোচনা করতে গিয়ে জেলা শাসক জানান, ১৫০০-১৬০০ টাকায় বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায় আচমকা বাড়ি ঘরে আগুন লাগলে তৎক্ষণাৎ নিয়ন্ত্রণে আনার জন্য।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল