সংবাদপত্র বিক্রেতা সমিতির সম্মেলন হয় রবিবার

আগরতলা : সুযোগ- সুবিধা সহ বিভিন্ন দাবি সনদ গৃহীত হয় ত্রিপুরা সংবাদপত্র বিক্রেতা সমিতির সম্মেলনে।রবিবার সংগঠনের ১৭তম দ্বিবার্ষিক সম্মেলন হয় রবিবার। এদিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হকাররা অংশ নেন সম্মেলনে।রাজধানীর শিশু উদ্যান বিপনি বিতান মার্কেটে হয় একদিনের সম্মেলন। প্রতি দু’বছর অন্তর অন্তর তাদের সম্মেলন হয়। গঠন করা হয়েছে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে