216
আগরতলা : প্রধানমন্ত্রী সুযোগ দিয়েছেন। সেই সুজগের সদব্যবহার করে মানুষের জন্য কাজ করার চেষ্টা করা হচ্ছে। আগামিও দিনে যে জায়গায় খামতি আছে কিংবা সমস্যা থাকলে সমাধান করা হবে। সেই দিশায় কাজ করা হবে। উন্নয়নের কোন বিকল্প নেই। রবিবার নিজ বিধানসভা কেন্দ্রে স্নগ্রব্ধিত হয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। জানা গেছে সর্বভারতীয় স্তরে এক প্রতিষ্ঠান দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপরে সমীক্ষা করেছে। এতে ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী পঞ্চম স্থানে রয়েছে। এই খুশির খবরে রবিবার টাউন বড়দোয়ালি মণ্ডলের তরফে মুখ্যমন্ত্রীকে মণ্ডল অফিসে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সঞ্জ্য সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যরা।