মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে এসে গ্রেপ্তার তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশনের সদস্যরা

আগরতলা : মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বনধের সমর্থনে বিক্ষোভ দেখাতে এসে গ্রেপ্তার হলেন তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশনের সদস্যরা। রোমান হরফে ককবরক বিষয়ে পরীক্ষা দেওয়ার দাবিতে টি আই এস এফের অবরোধ কর্মসূচীকে সমর্থন জানিয়ে সোমবার রাজ্যে বনধ ডাকে টি এস এফ। এদিন বনধের সমর্থনে রেয়াজধানিতে মুখ্যমন্ত্রীর বাস ভবনের সামনে সকালে বিক্ষোভ দেখাতে আসেন টি এস এফের সম্পাদক সহ অন্যান্য নেতা- কর্মীরা। তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিস তাদের সরে যাওয়ার জন্য বললেও না উঠে যাওয়ায় গ্রেপ্তার করে। পুলিসের সঙ্গে আন্দোলন কারীদের ধস্তাধস্তি হয়। রীতিমতো চ্যাংদোলা করে আন্দোলন কারীদের গ্রেপ্তার করে অস্থায়ী জেলে নিয়ে যায়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

Related posts

উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের ৭২ তম প্ল্যানারি অধিবেশনে যোগ দিতে রাজ্যে অমিত শাহ

ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ দলের নেতা-কর্মীদের

রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন ২০২৪-এ উপস্থিত থাকবেন অমিত শাহ