আগরতলা : ভালোবাসা দিবসের আনন্দে মাতোয়ারা যুবক-যুবতী-কিশোর- কিশোরীরা। নিজের প্রিয় মানুষের হাতে গোলাপ সহ বাহারি ফুল তুলে দিতে রাজধানীর বিভিন্ন ফুলের দোকানে ভিড় জমান তরুণ–তরুণী সহ বিভিন্ন বয়সের নারী- পুরুষ। শুধু ফুলের দোকান নয়, আগরতলা শহরের বিভিন্ন পার্ক থেকে শুরু করে ফুলের দোকান, রেস্তোরাঁতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে। ।এদিনটি ‘ভ্যালেন্টাইন ডে’ হিসেবে বেশি পরিচিত। দিনটিকে ঘিরে কৈশোর পেরিয়ে সদ্য যৌবনে পা দেওয়া তরুণ-তরুণীদের মধ্যে উন্মাদনা বেশি লক্ষ্য করা যায়।এবছর ভালোবাসার দিনে স্পেশাল হল একই দিনে সরস্বতী পূজা ।এই দুইয়ে অনাবিল আনন্দে গা ভাসান সকলে। ভালোবাসা দিবসে লাল গোলাপের চাহিদা সবচেয়ে বেশি, তাই এর দামও বেড়ে গেছে প্রায় তিন গুণ। রাজধানী আগরতলার শকুন্তলা রোডের ব্যবসায়ীরা জানান এবছর শুধু লাল গোলাপ নয়, অন্য রঙের ফুলের চাহিদা রয়েছে। ফুলেন দামও বেশি। কোন কোন গোলাপ বিক্রি হয়েছে ৪০- ৫০ টাকা কিংবা এর বেশি দামে। তবে এদিনটি বছরে একবারই আসে। তাই দামের কথা চিন্তা না করেই ভালোবাসার মানুষের জন্য গোলাপ কিনে নেন যুবক- যুবতী কিংবা অন্যরা। ’